সংগীতশিল্পী আসিফ আকবর মগবাজারে তাঁর অফিস থেকে গ্রেপ্তার



সংগীতশিল্পী আসিফ আকবরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো গায়ক আসিফ 
আকবরকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গায়ক আসিফ আকবরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে গ্রেপ্তার আসিফ দাবি করেন, শফিক তুহিন ফেসবুকে তাঁর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য লিখেছেন। চাইলে তিনি শফিক তুহিনের বিরুদ্ধে মামলা করতে পারতেন। এর আগে আজ বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে আসিফকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত সেই আবেদন নাকচ করেন। 
আবার আসিফের আইনজীবীরাও জামিন চাইলে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসিফের বিরুদ্ধে গীতিকার শফিক তুহিন তাঁর মামলায় অভিযোগ করেন, ১ জুন রাত নয়টার দিকে একটি টিভি চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তাঁর সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। আসিফ তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। তবে আজ আদালতে আসিফ দাবি করেন, শফিক তুহিন তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। ৫৭ ধারার এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

আসিফের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু প্রথম আলোকে বলেন, ৫৭ ধারায় এ মামলা হতে পারে না। 
একটা ভিত্তিহীন মামলা। যে অভিযোগ, তা কপিরাইট আইনের। গীতিকার শফিক তুহিন মামলায় অভিযোগ আনেন, গত ২ জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। তাঁর সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন। এ ব্যাপারে আসিফের আইনজীবীরা আদালতকে বলেন, মামলার কোথাও বলা হয়নি গায়ক আসিফ কী হুমকি দিয়েছেন।

আসিফ আদালতের কাছে দাবি করেন, ফেসবুকে শফিক তুহিন তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি নিজে শফিক তুহিনের বিরুদ্ধে মামলা করতে পারতেন। 
আসিফ আরও দাবি করেন, ফেসবুক লাইভে তিনি আগে আসেননি, শফিক তুহিন আগে এসেছেন। মামলায় শফিক দাবি করেছেন, আসিফ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। 
লাইভে তাঁর (শফিক তুহিন) বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। 
আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন। 
পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আদালতে আসিফের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহাদি হাসান।

আজ বেলা দুইটার দিকে আসিফকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। 
পুরো সময় আসিফকে হাস্যোজ্জ্বল দেখা যায়। 
আদালতেও বারবার নিজেকে নির্দোষ দাবি করেন।
শুনানির একপর্যায়ে বিচারক বলেন, ‘আমি আসিফকে চিনি। 
আসিফ কেন গান বন্ধ করলেন?’ জবাবে আসিফ বলেন, ‘স্যার, আমি ২০১৪ সাল থেকে আবার গানে ফিরে এসেছি।’

শুনানির সময় আসিফ-ভক্তরাও আদালতে বলতে থাকেন, আসিফের জামিন চান তাঁরা। 
আর তাঁর আইনজীবীরা বলেন, আসিফকে জামিন দিলে তিনি পলাতক হবেন না।

আইসিটি আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। 
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

পরিচিতদের দ্বারাই শিশুরা বেশি নিপীড়নের শিকার
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং: মোবাইল অ্যাপের মাধ্যমে নমিনি নির্ধারণ
Workplace Safety & Health Coordinator (Construction) job
বসে থাকলেই কোমরে ব্যথা হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে
সিঙ্গাপুর কাস্টমসের কঠোর নজরদারি: অপরাধীদের জন্য কঠোর শাস্তি
Workplace Literacy and Numeracy (WPLN) কিভাবে করবেন
সিঙ্গাপুরে ভবন থেকে ২৭ মিটার লম্বা স্থাপত্য কাঠামো পড়ে, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মী
Workplace Safety and Health (WSH) Rules for Working with Machines in Singapore
রমজান মাসে কর্মস্থলে কাজ করা এবং সুস্থভাবে রোজা পালন করার পরামর্শ
সিঙ্গাপুরে কাজের জায়গায় আঘাত পেলে কিভাবে ক্ষতিপূরণ দাবী করবেন?
BCSS Hazard & Control Measure Question and answer
Complete Guide to Checking Training Records and Certificates in Singapore
রয়্যাল এনফিল্ড: এক শতাব্দীর ঐতিহ্য ও বাইকপ্রেমীদের ভালোবাসার নাম
কোমরে মৃদু ব্যথা এবং দুর্বলতা থাকলে কি করবেন
$৩০৬ মিলিয়ন বিটকয়েন চুরির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক, ক্লাবে এক রাতে খরচ করতেন $৬৬৫,০০০, কিনেছেন ৩০টির বেশি বিলাসবহুল গাড়ি
বাংলাদেশ হাই কমিশনে ই-পাসপোর্ট আবেদন: সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশিকা
ট্রাম্পের নতুন অভিবাসন নীতি: এশিয়ার আরও দুই দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ
A 65-year-old cyclist died, truck driver has been arrested
ধর্ষণের তদন্ত ১৫ দিনে ও বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে
Toolbox talk topic relevant to the Singapore construction sector:
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ: দুইজন গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর
সালমান খান এর "সিকান্দার" ব্লকবাস্টার ঈদ ২০২৫ মুক্তির জন্য প্রস্তুত: এখন পর্যন্ত যা জানা গেছে
মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
শিশুদের কী খাওয়ালে সহজে সর্দি-জ্বর হবে না?
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ইতিহাস
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
Microsoft office word key shortcut in Bangla
Guideline for Muslim Workers in Singapore on Observing Ramadan at the Workplace
নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন চালু করলো পুলিশ
Changes to the Work Injury Compensation Act (WICA) in 2020: What You Need to Know
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
Fall Prevention Plan Complete Guide
সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
what is SWP, MOS
Thedaily71 Whatsapp Group
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায়
Singapore Scraps Migrant Worker Tenure Limits, Expands Foreign Worker Options
কনাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ট্রাম্পের কঠোর সমালোচনা
পুরুষ ও মেয়েদের জন্য পাকা তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হলো