Recent post
বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
রেলের ছাদে উঠা যাবে না
আজ বৃহস্পতিবার থেকে রেলের ছাদে যাত্রী না নেয়ার জন্য আদেশ দিয়েছে আদালত।
যেসব কর্মকর্তারা রেলে যাত্রী নেয়ার ব্যাপারে সাহায্য করবেন বা কাজে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদালত মৌখিক আদেশে জানিয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন " আদালত বলেছেন, ট্টেনের ছাদে যাত্রী নেওয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন আদালত"।
এর আগে গতকাল বুধবার রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিতে রাষ্ট্রপক্ষ এবং দুদককে বলেছিলেন হাইকোর্ট।
এরপর আজ বৃহস্পতিবার রেলওয়ে ও সহজ ডটকমের তিন কর্মকর্তা আদালতে আসেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, হাইকোর্টকে সম্মান দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ মহিউদ্দিন রনির স্মারকলিপিতে থাকা দাবিগুলো তদন্তে কমিটি গঠন করেছে।
কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালত এসময় বলেন ,যারা ট্রেনের ছাদে যাত্রী বহন করে এবং দাড়িয়ে যায় তাদের ভাড়ার বেশির ভাগ সরকারি খাতে আসে না। দুর্নীতির মাধ্যমে এটা বিভিন্নজন ভাগাভাগি করে নেয়।
ঘটনার শুরু যেভাবে:
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে ৭ই জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী।
১৩ই জুন রেলের টিকেট কাটতে গেলে ভোগান্তিতে পড়েন তিনি।
তিনি বলেন "চারটা সিট বুকিং দিয়ে, পেমেন্ট অপশনে গিয়ে যখন আমার বিকাশ নম্বর দিই, ভেরিফিকেশন কোড আসার পর আমার টাকাটা কেটে নিয়ে যায়"।
"আমি অবাক হয়ে যাই, কী ব্যাপার আমার টাকা কেটে নিলো কোন পিন কোড ছাড়াই!"
"আমি বিকাশের কল সেন্টারে কল দিলাম এবং বললাম, যে ভাই আমি তো আমার সিট পেলাম না , টাকাটা কেন কেটে নিলেন, কোন ডকুমেন্টও তো নাই, কোন স্টেটমেন্টও তো আপনাদের কাছ থেকে পেলাম না। কি করবেন বলেন তো।"
তিনি বলেন "বিকাশ থেকে বলা হয় সহজ ডট কম তাদের সার্ভার থেকে এই টাকা কেটে নিয়েছে"।
তিনি বলেন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তার সিট সার্ভারের ঝামেলার কারণে ব্লক হয়ে গেছে, দেয়া যাচ্ছে না বলে জানান।
এই ঘটনার প্রতিবাদে পারফর্মিং আর্টসের মাধ্যমে ভিন্ন রকম এক প্রতিবাদ শুরু করেন মি. রনি।
ঈদের সময়েও রেল স্টেশনে অবস্থান নেন তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত স্বতপ্রনোদিত হয়ে গতকাল মি. রনির বিষয়টা জানাতে বলেন রাষ্ট্রপক্ষ এবং দুদকে। তারই প্রেক্ষিতে আজ এই আদেশ দেয়া হল।
মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে বুধবার সহজ ডট কমকে দুই লক্ষ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
অধ্যাপক ডা. তাহমীনা বেগম শিশুরোগ বিশেষজ্ঞ প্রচণ্ড গরম আর তার সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। স্যাঁতসেঁতে আবহাওয়া। এই সময়ে নবজাতকসহ শুরু কর...
-
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পড়তে পারেন বই গুলো (বই গুলো লিংক সংগ্রহীত) Thedaily71 এর স্বাধীকার রাখে না। 1. যা দেখেছি যা শুনেছি যা ক...
-
প্রসবপূর্ব সেবা একজন নারী যখন গর্ভধারন করেন তখন তার দেহে বেশ কিছু পরিবর্তন ঘটে৷ এ সময় অনাগত শিশু ও মায়ের বিশেষ যত্ন প্রয়োজন হয়৷ একজন গর্...
-
To add bangla date in your website choose below listed any HTML code and past it in your website or blog. Example1: ৪ রবিউল আউয়াল, ১...
-
গ্যাসের সমস্যা হলে কি করবেন, কিভাবে মুক্তিপাবেন এ সমস্যা থেকে। না আমি রান্নারগ্যাসের কথা বলছিনা। পেটের গ্যাসের যন্ত্রণায়ভোগেননি বা প্রচ...
-
শিশুর স্বাস্থ্য সম্পূর্ণরূপে নির্ভর করে মা-বাবার উপর। কিন্তু শিশুকে ভালভাবে খাওয়ানো বেশিরভাগ মায়ের কাছে একটা সমস্যা। কারন খিদে পেলে শ...
-
সুষম খাদ্য (Balance diet) যে খাদ্যের মধ্যে মানবদেহের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণমত বর্তমান থাকে, তাকেই এক কথায় সুষম খাদ্য বলা হ...
-
আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান হচ্ছে রক্ত। শরীরের মোট ওজনের শতকরা ৭ ভাগ রক্ত থাকে। আর সেই রক্তের শতকরা ৯২ ভাগই থাকে জলীয় পদার্থ দ্বারা...
-
সম্পর্কে সমস্যা হতেই পারে। হতে পারে তা প্রেমিক কিংবা প্রেমিকার সাথে, হতে পারে বন্ধু কিংবা কলিগের সাথে, হতে পারে স্বামী-স্ত্রী-মা-বাবা কিংবা ...
-
How to Use Safety Harnesses Effectively Your safety harnesses will only prove effective if your workers actually wear them and wear them c...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন