এমন পরিবেশে মশা-মাছি ছাড়াও নানা রকম পোকামাকড় ও সাপখোপের প্রাদুর্ভাব বেড়ে যায়। অন্যান্য ঋতুতে ঘরবাড়ির যত্ন নেওয়ার সঙ্গে বর্ষার দেখভালের খানিক তফাত থাকেই।
কীটপতঙ্গ বাহিত বিভিন্ন রোগের প্রকোপ যেমন বাড়ে, তেমনই সে সব থেকে নিজেকে রক্ষা করার চেষ্টাও চলতে থাকে সমান তালে।
তাই দেখে নিন, এই বর্ষায় পোকামাকড় ও সাপখোপের হাত থেকে বাঁচতে ঠিক কেমন হওয়া উচিত আপনার প্রস্তুতি।
বর্ষা তো বটেই, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন সারা বছরই।
তাতে বর্ষায় পরিশ্রমও কমবে, আর সারা বছর সুস্থ থাকবে বাড়ির পরিবেশ।
বর্ষা এলে বাড়ির চারপাশে ছড়িয়ে দিন কার্বলিক অ্যাসিড।
কাচের বোতলে অ্যাসিড রেখে বিভিন্ন জায়গায় রেখে দিন।
দেখবেন,