Recent post

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

সিঙ্গাপুরে মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন



সিঙ্গাপুরে যারা মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন করবেন, আপনারা নিন্মে সংযুক্ত লিংকে দেওয়া ফরম টি পূরণ করলেই হবে।
* হাইকমিশনের চতুর্থ তলায় ফ্রি ফরম পাওয়া যায়।




সাথে আনতে হবে:
* আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন এর কপি ও ফটোকপি।
** আপনার সিঙ্গাপুরের ওয়ার্ক পাসের একটা কপি নিয়ে আসবেন।
*** সাথে অবশ্যই বর্তমানে ব্যবহৃত পাসপোর্ট ও পাসপোর্ট এর ফটোকপি নিয়ে আসবেন।
**** পাসপোর্ট নবায়নের জন্য ১৬৫ ডলার ব‌্যাংক কার্ড / অথবা নেটস কার্ড এর মাধ্যমে জমা দিতে হবে। (ক্যাশ টাকা জমা নেওয়া হয় না)

আপনার জন্ম নিবন্ধন নাম্বার অনলাইনে আপডেট আছে কি না তা জানতে নিন্মে সংযুক্ত লিংকে দেখুন।

Popular Posts