সিঙ্গাপুরে যারা মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন করবেন, আপনারা নিন্মে সংযুক্ত লিংকে দেওয়া ফরম টি পূরণ করলেই হবে।
* হাইকমিশনের চতুর্থ তলায় ফ্রি ফরম পাওয়া যায়।
সাথে আনতে হবে:
* আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন এর কপি ও ফটোকপি।
** আপনার সিঙ্গাপুরের ওয়ার্ক পাসের একটা কপি নিয়ে আসবেন।
*** সাথে অবশ্যই বর্তমানে ব্যবহৃত পাসপোর্ট ও পাসপোর্ট এর ফটোকপি নিয়ে আসবেন।
**** পাসপোর্ট নবায়নের জন্য ১৬৫ ডলার ব্যাংক কার্ড / অথবা নেটস কার্ড এর মাধ্যমে জমা দিতে হবে। (ক্যাশ টাকা জমা নেওয়া হয় না)
আপনার জন্ম নিবন্ধন নাম্বার অনলাইনে আপডেট আছে কি না তা জানতে নিন্মে সংযুক্ত লিংকে দেখুন।