Recent post

নতুন আপডেট

শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

ব্যাংক হলিডে উপলক্ষে আজ ৩১ ডিসেম্বর ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। 
এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। 
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। 
এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।
একইভাবে ১ জুলাই ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। 
ওইদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। 
এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করা হয় না।

কোন মন্তব্য নেই:

Popular Posts