Recent post

Search

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দেশে পাকিস্তান ক্রিকেট দল লজ্জায় আমরা হেঁট , সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন



স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সময় দেশে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে আসায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মোতাহার হোসেন। 
এ ঘটনাকে লজ্জাজনক হিসেবে আখ্যা দেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে মোতাহার হোসেন এ কথা বলেন। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সময় যাঁরা এই খেলার আয়োজন করেছেন, তাঁদের ‘বেহুদা লোক’ বলে মন্তব্য করেন তিনি।

সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ‘আমাদের মধ্যেও কিছু বেহুদা লোক আছে। 
আমি তাঁদের বেহুদাই বলব। 
স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপিত হচ্ছে, আর আজকে পাকিস্তান দলকে এনেছে এখানে ক্রিকেট খেলাতে। লজ্জায় আমরা হেঁট হয়ে যাই। 
এগুলো আমাদের দেখতে হবে।’

এ সময় সাংসদদের অনেকে উচ্চ স্বরে হেসে ওঠেন। 
মোতাহার বলেন, যাঁরা এদেশের বিরুদ্ধে কথা বলেন, এদেশ মানেন না, 
তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 
এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 
এই দেশে থাকতে গেলে এদেশের আইনকানুন, মুক্তিযুদ্ধ মেনেই থাকতে হবে। 
এর বাইরে কোনো কথা নেই।

কোন মন্তব্য নেই:

Popular Posts