আমি একটি গরুকে বিয়ে করেছি। যে আমাকে চুমো দিয়েছে। আমাকে অনুসরণ করে সিড়ি বেয়ে উপরে উঠে এসেছে।
ঠিক যেমনটি আমার স্বামী করতো।
মনে হচ্ছে তার আত্মাই যেনো গরুটির মধ্যে আছে- কথাগুলো বলছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের বাসিন্দা খিম হাং।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, ৭৪ বছরের খিম হাং এর স্বামী মারা গেছে গত বছর। এর মধ্যেই একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল।
যদিও তার দাবি, আদর নয় তাকে চুম্বন করেছিল গরুটি।
তারপর থেকেই খিমের মনে হচ্ছে, এই গরুটিই তার মৃত স্বামী।
এমন মনে হওয়ার পর গরুটিকে বিয়েও করেছেন ৭৪ বছরের খিম।
গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন তারা উপস্থিত ছিলেন খিমের সঙ্গে গরুর বিয়েতে।
জানা যায়, গরুটিকে বিয়ে করে নিজের একতলা ঘরেই রেখেছেন খিম।
জানা যায়, গরুটিকে বিয়ে করে নিজের একতলা ঘরেই রেখেছেন খিম।
নিয়মিত গোসল করানো, খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসাবেই তিনি প্রাণীটির যত্ন নিচ্ছেন।
এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন