ইলুমিনাতি কি ? কারা ইলুমিনাতি

 ইলুমিনাতি কি ? কারা ইলুমিনাতি 

ইলুমিনাতি হল একটি মানব রচিত ইহুদী ভিক্তিক এক প্রকার ধর্মীয় গুপ্ত সংগঠন।
 তবে এখানে তারা ধর্মটিকে শুধু অস্ত্র হিসেবেই ব্যাবহার করে। অর্থাৎ যারা এটি তৈরি করেছে। 
তাদের মূল উদ্দেশ্য হল ক্ষমতা দখল ও অর্থ আত্মসাৎ। 
যে এটি আবিষ্কার করেছে এবং এর সাথে জড়িত প্রধান সদস্যদের বই পড়লেই ধারণাটি স্পষ্টভাবে পাওয়া যায়। http://goo.gl/L3BLLP

এরা মূলত ‘বাপহমেট’ নামক শয়তানকে পূজা করে। 
তাদের ওয়েবসাইটের তথ্য অনুস্বারে তারা কাউকে ভয় পেতে মানা করে। অর্থাৎ কোন কিছুতে কোন বাধা নেই সেটা যদি অজাচারও হয়। 
তারা চাই এসবই হউক। কারণ এতে সভ্যতা খুব দ্রুত ধ্বংস হবে। 
যার ফলে তারা মানুষকে বশে আনবে। 
আর তাই তারা চেষ্টা করে বেশি করে যৌনতার প্রতি আকর্ষিত করতে। 
তারা মানুষকে বশে আনার জন্য এমন ভাবে প্রচার করে যাতে মানুষ খুব সহজেই কাবু হয়ে যায়। 
বলতে গেলে শয়তান বা ফেরাউনের মাস্টার প্ল্যানিং-এর মত। http://goo.gl/rfg5CI

শয়তানের প্রথম দিকে হাওয়া (আঃ) বলে, আপনাকে তো এ ফলটি খেতে নিষেধ করেছে, কিন্তু দেখতে তো নিষেধ করেননি। 
আসুন একটু দেখুন। 
এর পর ধীরে ধীরে গন্ধ নেয়ার জন্য উৎসাহিত করে। 
তারপর ছুঁয়ার প্রতি আকর্ষিত এবং সর্ব শেষে খাওয়ানো। 
শয়তান কিন্তু সরাসরি তাকে খেতে বলেনি। 
শয়তান তার প্লান বাস্তবায়ন করেছে ধীরে ধীরে সূক্ষ্ম প্লানের মাধ্যমে। http://goo.gl/rfg5CI

ফেরাউনের কাছে ক্ষমতা যাওয়ার পর সে ইচ্ছে করে খোদা বলে পরিচিত হওয়ার। 
সে তার বিজ্ঞ বন্ধুর কাছ থেকে এ বিষয় পরামর্শ চাইলে তিনি বলেন, সমাজের জ্ঞান চর্চা বন্ধ করে দিতে। ফেরাউনও করল তাই। 
তাই কয়েক বছর পর সেই জাতি মূর্খ জাতিতে পরিণত হয়। 
ফলে সেই মূর্খ সমাজকে ফেরাউনের বশে আনতে বেগ পেতে হয়নি।http://goo.gl/vQaQmu

আমি শয়তানের এবং ফেরাউনের প্ল্যানিং উল্লেখ করলাম উপমা হিসেবে, যাতে ইলুমিনাতি-র প্লান সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায়। এবার আসি ইলুমিনাতির কিছু প্ল্যানিং-এর ব্যাপার নিয়ে।http://goo.gl/vQaQmu

তাদের প্রধান প্রচার প্ল্যানিং হল গুপ্ত বার্তার মাধ্যমে হিপনোতাইজ করা। এব্যাপারে বিস্তারিত জানতে আমার পূর্ববর্তী পোস্ট দেখতে পারেন। একটি পেরেক যেমন ধীরে ধীরে আঘাত করতে করতে দেয়ালে গেঁথে যায়। ঠিক হিডেন মেসেজ বা গুপ্ত বার্তা প্রদানের মাধ্যমে তারা এভাবে ইলুমিনাতির প্রতি মানুষকে আহ্বান করে। আর মানুষ অনেক সময় নিজের অজান্তেই এর ফাঁদে জড়িয়ে পরে। এরা বিশেষ অঙ্গভঙ্গি, বার্তা এবং চিহ্নের মাধ্যমে বেশি প্রচার করে। কার্টুন বা এনিমেশন, মুভি, গান, বই, সঙ্গীত এমনকি সংবাদ মাধ্যম ও বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলকেও তারা ব্যাবহার করে।

এদের প্রধান উদ্দেশ্য হল ‘ওয়ান অর্ডার ওয়ার্ল্ড’ অর্থাৎ শুধুমাত্র তাদের সিদ্ধান্তেই যেন পৃথিবী চলে। আর এটি বাস্তবায়ন করার জন্য তারা ইতিমধ্যে অনেক রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে। ধারণা করা হয়, অনেক প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন ইলুমিনাতির সহায়তাই। 
আর ইলুমিনাতি তাদের পুতুলের মত ব্যাবহার করে।
 এও ধারণা করা হয়, অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ও কর্মকাণ্ডের পিছনে এর হাত রয়েছে।

খুব সংক্ষেপেই মাত্র অল্প কিছু বললাম ইলুমিনাতির ব্যাপারে। তাদের প্লান, ইতিহাস, কর্মকাণ্ড অনেক বড় বিষয় যা অল্প-কথার মধ্যেই বোঝানো খুব কষ্টকর। আপনারা এ ব্যাপারে সার্চ করলেই আশাকরি আরো অনেক কিছুই জানতে পারবেন।

আজকের দুনিয়াতে গনতন্ত্র , কমিউনিজম , নাস্তিক্যবাদ , পুঁজিবাদ , সমাজতন্ত্র , ধর্মনিরপেক্ষতা  এই সব তন্ত্র ইহুদী ভিক্তিক এক প্রকার ধর্মীয় গুপ্ত সংগঠন Illuminati  দ্বারা সৃষ্টি হয়েছে । 

Noted : বাংলাদেশে বেশকিছু প্রতিষ্ঠান ইলুমিনাতি সংগঠনের হয়ে কাজ করছে তার মধ্যে বাংলাদেশের প্রাইভেট টিভি চ্যানেল Channel I একটি । তাদের একচোখা logo টির র সাথে  ইহুদী ভিক্তিক Illuminati logo একচোখা  logo সাথে অনেকটা মিল আছে ।  

লক্ষ্য করে দেখবেন , ইহুদী ভিক্তিক  Illuminati এই সংগঠনটি বাংলাদেশের প্রাইভেট টিভি চ্যানেল Channel I দিয়ে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া , মুসলিম বিদ্ধেষী সিনেমা নাটক তৈরী করা , সমকামিতা প্রচার করা, কট্টর নারীবাদী প্রচার করে মেয়েদেরকে পরিবার বিমুখ করা , ধর্মীয় বিদ্ধেষ ছড়ানো , ইসলাম বিদ্ধেষী নাস্তিকদের পৃষ্ঠপোষক করা ,  বাংলাদেশে বেংলিশদের পৃষ্ঠপোষক করা এবং বাংলাদেশে একচোখা হলুদ সংবাদ পরিবেশন করা ।


Source :

1.লেডি গাগা, জাস্টিন বিবার, বারাক ওবামাকে সফল করেছে গোপন সংগঠন 'ইলুমিনাতি'!------ http://www.kalerkantho.com/online/miscellaneous/2014/05/25/88553

2. ইলুমিনাতি (ILLUMINATI) ও তাদের এজেন্ডা এবং নতুন বিশ্বব্যবস্থা (The New World Order)।------https://goo.gl/PNf9sr

3.ILLUMINATI---------http://goo.gl/vQaQmu

4.Illuminati Satanism---------- http://goo.gl/rfg5CI

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

মাগুরায় নির্যাতনের শিকার শিশুর মৃত্যু: দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ
কোমরে মৃদু ব্যথা এবং দুর্বলতা থাকলে কি করবেন
রয়্যাল এনফিল্ড: এক শতাব্দীর ঐতিহ্য ও বাইকপ্রেমীদের ভালোবাসার নাম
সিঙ্গাপুর কাস্টমসের কঠোর নজরদারি: অপরাধীদের জন্য কঠোর শাস্তি
পরিচিতদের দ্বারাই শিশুরা বেশি নিপীড়নের শিকার
শিশুদের কী খাওয়ালে সহজে সর্দি-জ্বর হবে না?
How to show blogspot post randomly in your gadget or website
Microsoft office word key shortcut in Bangla
সিদ্ধ সিমের বিচি খেলে কি উপকার হবে?
Thedaily71 Whatsapp Group
Complete Guide to Becoming a Licensed Electrical Worker (LEW) in Singapore
সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
Guideline for Muslim Workers in Singapore on Observing Ramadan at the Workplace
সিঙ্গাপুর রেড ক্রস মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প দুর্গতদের জন্য $150,000 সহায়তা প্রদান করেছে
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০০
চোখের চশমার পাওয়ার কখন পরিবর্তন করতে হবে? বা কখন নতুন চশমা নেবেন?
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ইতিহাস
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
BCSS Hazard & Control Measure Question and answer
Daily inspection checklist for boom lifts and scissor lifts sample
সিঙ্গাপুরের বুন লেয়ে ফ্ল্যাটে তরুণের মৃতদেহ উদ্ধার, ৫৮ বছর বয়সী ব্যক্তি আটক
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায়
সিঙ্গাপুরের রোড সেইফটি: একটি উন্নত ব্যবস্থার মডেল
Changes to the Work Injury Compensation Act (WICA) in 2020: What You Need to Know
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং: মোবাইল অ্যাপের মাধ্যমে নমিনি নির্ধারণ
Singapore Scraps Migrant Worker Tenure Limits, Expands Foreign Worker Options
Eremit Singapore অ্যাপ ব্যবহার করে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর সহজ উপায়
বাংলাদেশ হাই কমিশনে ই-পাসপোর্ট আবেদন: সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশিকা
জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম
নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন চালু করলো পুলিশ
Toolbox talk topic relevant to the Singapore construction sector:
Lifting and Rigging Safety: Toolbox Meeting Guide for Singapore
সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম
প্রবাসী প্যাক – প্রিপেইড সিম ব্যবহারকারীদের জন্য
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
Workplace Literacy and Numeracy (WPLN) কিভাবে করবেন
ট্রাম্পের নতুন অভিবাসন নীতি: এশিয়ার আরও দুই দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ
Workplace Safety & Health Coordinator (Construction) job
পুরুষ ও মেয়েদের জন্য পাকা তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হলো