Recent post

শনিবার, ২ জুলাই, ২০১৬

ব্যবসার জন্য লিগ্যাল কাগজপত্র

নিজে ব্যবসা করার কথা ভাবছেন?


বিশ্ব মন্দার কারনে বর্তমানে ইতালি সহ ইউরোপের আর্থিক অবস্থা তেমন ভালো নয়।

 এবং আমাদের অনেকেই রয়েছেন যারা অনেক আশা করে ১২-১৫ লক্ষ্য টাকা খরচ করে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে এসে পস্তাচ্ছেন। তবে আমাদের মতে যারা এখানে এসে ধরা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন!!
আপনি চাইলে এই টাকা দিয়ে দেশেই অনেক ভালো কিছু করতে পারতেন। তবে আমাদের অনেকেই এসব তথ্য বা একজন নতুন উদ্যোক্তা হওয়ার কি কি দক্ষতা প্রয়োজন বা নতুন একটি ব্যবসা পরিচালনা করার জন্য কি ভাবে কি করবেন? বা কোথা থেকে শুরু করবেন?
বা আপনার জন্য কোন ব্যবসাটি প্রযোজ্য? বা ব্যবসার সব কিছু তৈরি করেছেন কিন্তু সঠিক মুল্লে পণ্য ক্রয় করবেন কোথাথেকে? ইত্যাদি না ধরণের প্রশ্ন রয়েছে!! আর তাই আপনাদের জন্য আমিওপারি টিম একটি নতুন প্রোজেক্ট নিয়ে কাজ করছে। যেখানে আপনাদের একজন সফল উদ্যোক্তা হওয়ার সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। এবং কিভাবে কি করবেন তার সব বিস্তারিত নিয়ে এখানে আলোচনা করা হবে।
এবং আপনি আপনার পছন্দ মতো ব্যবসার জন্য পণ্য কিভাবে সংগ্রহ করবেন তার জন্য থাকবে সকল পণ্যের বর্ণনা সহকারে সব তথ্য। এবং এতে করে একসময় আপনারা আমিওপারির মাধ্যমে যে কোন ব্যবসা খুব সহজে পরিচালনা করতে পারবেন। আমরা খুব সিগ্রই আপনাদের জন্য আমিওপারিতে একটি নতুন বিভাগ চালু করতে যাচ্ছি যার নাম হবে “ব্যবসা সংক্রান্ত সকল তথ্য” এবং সেই বিভাগে আপনারা ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন তার সব বিস্তারিত পাবেন, যখন যার দরকার সেখান থেকে প্রয়োজনীয় তথ্য গুলো নিয়ে কাজে লাগাতে পারবেন।

কাজেই আজকে আমরা আলাপ করবো একজন নতুন উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ সম্পর্কে।

দেশে ব্যবসা শুরু করতে গেলে নানান রকমের লিগ্যাল কাগজপত্রের প্রয়োজন পড়ে।
এসব কাগজপত্র কোথা থেকে করব, কিভাবে করব এইসব নিয়ে নতুন উদ্যোক্তাদের থাকে নানান রকম প্রশ্ন এবং ভিতি।
আমরা মনে করি একজন উদ্যোক্তাকে সর্বপ্রথম যে গুণটি অর্জন করা উচিত তা হলো “তার প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্যগুলো খুঁজে বের করার ক্ষমতা” !
 ইন্টারনেটের দৌরাত্ত্বে আজকাল তথ্য পাওয়া আর কোনো জটিল বিষয় নয়।
এরপর ঐ উদ্যোক্তার উচিত হবে তার প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য উপাত্ত সমূহ যথাযথভাবে স্ট্যাডি করা এবং যে বিষয়গুলো সে বুঝবে না সেগুলো মার্ক করে কোনো বিশেষজ্ঞ’র পরামর্শ নেয়া।
আজকে আমরা এখানে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক তুলে ধরছি যার মাদ্ধমে আপনারা অনেক তথ্য জানতে পারবেন।



ট্রেড লাইসেন্স এর জন্যেঃ

http://www.dhakacity.org/index.php

কোম্পানি রেজিষ্ট্রেশন এর জন্যেঃ

http://www.roc.gov.bd/

http://www.roc.gov.bd:7781/

নেম ক্লিয়ারেন্স যাচাই এর জন্যেঃ

http://www.roc.gov.bd:7781/psp/nc_search?p_user_id=

VAT, TAX & Customs সংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্যেঃ

http://www.nbr.gov.bd/Portal/HomePage.aspx?lg=bangla

http://www.nbr-bd.org/index.html

http://www.nbrepayment.org/

Export-Import বিষয়ক তথ্য সহায়তা ও লাইসেন্স এর জন্যেঃ

http://www.epb.gov.bd/

http://www.ccie.gov.bd/

http://www.bsbk.gov.bd/

http://www.bdtariffcom.org/

চেম্বার অব কমার্স বিষয়ক তথ্যঃ

http://www.fbcci-bd.org/

http://www.dhakachamber.com/

http://www.mccibd.org/

বীমা সংক্রান্ত তথ্য সহায়তার জন্যেঃ

http://www.sbc.gov.bd/

http://www.jbc.gov.bd/

http://www.idra.org.bd/idra-org/index.htm

কপিরাইট সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://copyrightoffice.gov.bd/

ডিজাইন, পেটেন্ট ও ট্রেড মার্ক সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://www.dpdt.gov.bd/

ফায়ার লাইসেন্স এর জন্যেঃ

http://www.fireservice.gov.bd/

পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স এর জন্যেঃ

http://www.doe-bd.org/

বিএসটিআই রেজিষ্ট্রেশন ও লাইসেন্স এর জন্যেঃ

http://www.bsti.gov.bd/

হালাল ও অর্গানিক সার্টিফিকেট এর জন্যেঃ

http://www.halalbangladesh.org/

http://bopma.org/

http://www.sgs.es/en.aspx

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://www.ictd.gov.bd/

http://www.bcc.net.bd/

http://www.basis.org.bd/

সমবায় অধিদপ্তরঃ

http://www.coop.gov.bd/

http://www.rdcd.gov.bd/

বানিজ্য মন্ত্রনালয়ঃ

http://www.mincom.gov.bd/

শিল্প মন্ত্রনালয়ঃ

http://www.moind.gov.bd/

অর্থ মন্ত্রনালয়ঃ

http://www.mof.gov.bd/en/

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ঃ

http://www.mosict.gov.bd/

http://www.bcsir.gov.bd/

কৃষি মন্ত্রনালয়ঃ

http://www.moa.gov.bd/

http://www.mofl.gov.bd/

বাংলাদেশ ব্যাংকঃ

http://www.bb.org.bd/

কর্মসংস্থান ব্যাংকঃ

http://www.karmasangsthanbank.gov.bd/

বাংলাদেশ সুপ্রীম কোর্টঃ

http://www.supremecourt.gov.bd/scweb/

আরো কিছু প্রয়োজনীয় সাইটঃ

http://www.bangladesh.gov.bd/

http://www.legalsteps.com.bd/index.html

http://www.smef.org.bd/

http://www.bscic.gov.bd/

http://bangladesh.smetoolkit.org/south-asia/en

http://www.bplans.com/

*****লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ!*****
 


কোন মন্তব্য নেই:

Popular Posts