Recent post

শনিবার, ৪ জুন, ২০১৬


বেয়াদব







আমি বেয়াদব, বলেছে এক নারী

দেখেনি আজও সেই ভদ্রবেশী নারীকে

এ কেমন কথা, বারবার মস্তিষ্ক কুড়েকুড়ে খাচ্ছে

আমি কতটা বেয়াদব!

আজ নিজের প্রতি ঘৃণা জন্মেছে

ঘৃণার দংশনে বিষক্রিয়া ছড়িয়ে যাচ্ছে

আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায়,

তবে কি জন্ম দিয়েছিলো আমার মা

কোন এক কুলাঙ্গার বেয়াদব কে?


প্রশ্নের জবাব পাবো কোথায়,

কোথায় আমার ভুল গুলো?

দয়াকর হে নারী -তোমার সাহস কোথায়?

স্থবির কেন, সত্যর রণাঙ্গনে

উড়াতে পারনি তুমি সত্যের নিশান

এটা কি! আমি বেয়াদবের অপরাধ।

আমি কোথাও স্বার্থ খুঁজিনি বিন্দুসম

ডাকিনি আজও কাউকে প্রিয়তম,

পথের ধারে উত্থ পেতে থাকিনি

বখাটে ছেলেদের মত,

ভেঙ্গে দেইনি কারো সাজানো সংসার

শুধু অভিযোগ শতশত।

পৃথিবী ঘুরে, আমিও ঘুরি দেখা হবে

হয়ত কোন এক বিতর্কিত রণাঙ্গনে

শ্রদ্ধা হারাবেনা তবুও,ভুলে যাবো সব,

হারায়ে খুঁজিবে সেদিন পৃথিবীর বুকে

বুঝিবে ক্ষণেক্ষণে, আমি কত বেয়াদব।
 
************কবি: তারেক হাসান**********

কোন মন্তব্য নেই:

Popular Posts