Recent post

শুক্রবার, ২৭ মে, ২০১৬

যেভাবে দ্রুত চার্জ দেবেন ফোনে

 

 

 

অনেকেই ভাবেন মোবাইলটিকে অ্যায়ারপ্লেন মোডে বা ফ্লাইট মোডে রেখে চার্জ দিলে নাকি দ্রুত চার্জ হয়ে যায়।

কারণ আপনার মোবাইল যখন অ্যায়ারপ্লেন মোডে থাকে তখন আপনার ফোন যাবতীয় রেডিও ফ্রিকোয়েন্সির আওতার বাইরে থাকে।

তবে বিশেষজ্ঞদের মতে, ফোন যখন ফ্লাইট মোডে থেকে তখন রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে তাতে ফোনের চার্জিংয়ে কোনও প্রভাব প্রায় পড়ে না।

স্বাভাবিক অবস্থায় একটি মোবাইল চার্জ দিতে যতটা সময় লাগে, তার চেয়ে মাত্র চার মিনিট সময় কম লাগে ফ্লাইট মোডে ফোনটিকে রেখে চার্জ দিলে।

ফোনটিকে ব্যাটারি সেভিং মোডে রেখে চার্জ দিন খুব দ্রুত চার্জ হয়।

এছাড়া এখন বাজারে অনেক ফাস্ট চার্জার বলে এক ধরনের চার্জার পাওয়া যায়।

ওই চার্জেরের পাওয়ার আউটপুট বেশি হওয়ার কারণে ওই চার্জারের মাধ্যমে তাড়াতাড়ি ফোন চার্জ হয়।

ফোনের স্ক্রিনটি যত বেশিক্ষণ অন থাকবে ফোনের ব্যাটারি খরচ তত বাড়বে তাই চেষ্টা করবেন চার্জিংয়ে সময়ে ফোনটি ব্যবহার না করতে। কারণে অকারণে ফোনের স্ক্রিনটি অন করলে চার্জিংয়ের সময়ও বৃদ্ধি পাবে তাই চার্জের সময় বার বার স্ক্রিনটি অন করবেন না।

অপ্রয়োজনিয় ফিচারগুলি (যেমন ব্লু টুথ ও ওয়াই ফাই) চার্জিংয়ের সময়ে অফ করে রাখুন।

কোন মন্তব্য নেই:

Popular Posts