আগের মতো ভালোবাসো না কেন?
স্ত্রী: ওগো, তুমি বিয়ের আগে অনেক ভালোবাসতে আমায়।
স্বামী: হ্যাঁ, বাসতাম।
স্ত্রী: তাহলে বিয়ের পর আমাকে আর আগের মতো ভালোবাসো না কেন?
স্বামী: আমি তো আগেই বলেছি, বিবাহিত নারীদের প্রতি আমার কোনো আগ্রহ নেই।
--------------------------------------------------------------------------------------------------------
এক মেয়ে তার ছেলে ফ্রেন্ড কে বলছে-
মেয়ে: তোরা সব ছেলে একই রকম!
ছেলে: কেন, কী হয়েছে?
মেয়ে: ওই দেখ না, যতগুলো ছেলের সাথে প্রেম করি সবাই আমাকে সন্দেহ করে!
------------------------------------------------------------------------------------------------------------
ছেলেপক্ষ গেছে মেয়ে পক্ষের বাড়িতে। কথাবার্তার এক পর্যায়ে ছেলে-মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেয়া হলো-
মেয়ে: তো, কী সিদ্ধান্ত নিলেন?
ছেলে: সিদ্ধান্ত নেয়ার আগে আমার একটা ইচ্ছা আছে।
মেয়ে: কী ইচ্ছা?
ছেলে: আপনার সঙ্গে একবার বৃষ্টিতে ভিজবো।
মেয়ে: উফফ! আপনি কী রোমান্টিক।
ছেলে: ইয়ে, আসলে ব্যাপার সেটা না। ব্যাপার হলো, আপনি যে পরিমাণ মেকআপ করেছেন, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা দেখা যাবে না।
----------------------------------------------------------------------------------------------------------------------
এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে একটি অফিসে গেলো-
ম্যানেজার: আপনার ওজন ৪২ কেজি। আমরা ৪০ কেজির উপরে কাউকে চাকরি দেই না। আপনার চাকরি হবে না।
মেয়ে: আচ্ছা, আমি কাল আবার আসবো।
পরদিন সকালে মেয়েটা আবার ওই অফিসে এলো-
ম্যানেজার: একী আজ আবার এসেছেন? বলেছি না আপনার চাকরি হবে না!
মেয়ে: আজ ওজনটা আরেকবার মাপুন না!
ম্যানেজার: ঠিক আছে। মেশিনের ওপর দাঁড়ান দেখি।
মেয়ে: জ্বি, দাঁড়ালাম।
ম্যানেজার: একি আজ আপনার ওজন ২ কেজি কম। আজব ব্যাপার!
মেয়ে: ইয়ে মানে স্যার, আজ আমি মেকআপ করিনি তো তাই।
---------------------------------------------------------------------------------------------------------------------
উকিল সাক্ষীকে জেরা করছে-
উকিল: আপনি বিয়ে করেছেন?
সাক্ষী: জ্বী হুজুর, করেছি?
উকিল: কাকে?
সাক্ষী: একটি মেয়েকে।
উকিল: যত্তসব, তাও আবার বলতে হয়। কখনো কাউকে একটা ছেলেকে বিয়ে করতে দেখেছেন?
সাক্ষী: জ্বী হুজুর, দেখেছি। আমার বোন করেছে।
------------------------------------------------------------------------------------------------------------------------
দুই ব্যবসায়ী গল্প করছে-
: আচ্ছা ভাই, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কি কোনো কাজ হয়?
:মাঝে-মাঝে হয় বৈকি। গত মাসে বিজ্ঞাপন দিলাম আমার দোকানে একজন নাইটগার্ড চাই। সেই রাত্রেই দোকানে চুরি হলো!
স্ত্রী: ওগো, তুমি বিয়ের আগে অনেক ভালোবাসতে আমায়।
স্বামী: হ্যাঁ, বাসতাম।
স্ত্রী: তাহলে বিয়ের পর আমাকে আর আগের মতো ভালোবাসো না কেন?
স্বামী: আমি তো আগেই বলেছি, বিবাহিত নারীদের প্রতি আমার কোনো আগ্রহ নেই।
--------------------------------------------------------------------------------------------------------
এক মেয়ে তার ছেলে ফ্রেন্ড কে বলছে-
মেয়ে: তোরা সব ছেলে একই রকম!
ছেলে: কেন, কী হয়েছে?
মেয়ে: ওই দেখ না, যতগুলো ছেলের সাথে প্রেম করি সবাই আমাকে সন্দেহ করে!
------------------------------------------------------------------------------------------------------------
ছেলেপক্ষ গেছে মেয়ে পক্ষের বাড়িতে। কথাবার্তার এক পর্যায়ে ছেলে-মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেয়া হলো-
মেয়ে: তো, কী সিদ্ধান্ত নিলেন?
ছেলে: সিদ্ধান্ত নেয়ার আগে আমার একটা ইচ্ছা আছে।
মেয়ে: কী ইচ্ছা?
ছেলে: আপনার সঙ্গে একবার বৃষ্টিতে ভিজবো।
মেয়ে: উফফ! আপনি কী রোমান্টিক।
ছেলে: ইয়ে, আসলে ব্যাপার সেটা না। ব্যাপার হলো, আপনি যে পরিমাণ মেকআপ করেছেন, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা দেখা যাবে না।
----------------------------------------------------------------------------------------------------------------------
এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে একটি অফিসে গেলো-
ম্যানেজার: আপনার ওজন ৪২ কেজি। আমরা ৪০ কেজির উপরে কাউকে চাকরি দেই না। আপনার চাকরি হবে না।
মেয়ে: আচ্ছা, আমি কাল আবার আসবো।
পরদিন সকালে মেয়েটা আবার ওই অফিসে এলো-
ম্যানেজার: একী আজ আবার এসেছেন? বলেছি না আপনার চাকরি হবে না!
মেয়ে: আজ ওজনটা আরেকবার মাপুন না!
ম্যানেজার: ঠিক আছে। মেশিনের ওপর দাঁড়ান দেখি।
মেয়ে: জ্বি, দাঁড়ালাম।
ম্যানেজার: একি আজ আপনার ওজন ২ কেজি কম। আজব ব্যাপার!
মেয়ে: ইয়ে মানে স্যার, আজ আমি মেকআপ করিনি তো তাই।
---------------------------------------------------------------------------------------------------------------------
উকিল সাক্ষীকে জেরা করছে-
উকিল: আপনি বিয়ে করেছেন?
সাক্ষী: জ্বী হুজুর, করেছি?
উকিল: কাকে?
সাক্ষী: একটি মেয়েকে।
উকিল: যত্তসব, তাও আবার বলতে হয়। কখনো কাউকে একটা ছেলেকে বিয়ে করতে দেখেছেন?
সাক্ষী: জ্বী হুজুর, দেখেছি। আমার বোন করেছে।
------------------------------------------------------------------------------------------------------------------------
দুই ব্যবসায়ী গল্প করছে-
: আচ্ছা ভাই, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কি কোনো কাজ হয়?
:মাঝে-মাঝে হয় বৈকি। গত মাসে বিজ্ঞাপন দিলাম আমার দোকানে একজন নাইটগার্ড চাই। সেই রাত্রেই দোকানে চুরি হলো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন