রাজশাহী পদ্মার চরে অবিরামভাবে নির্গত হচ্ছে গ্যাস।

রাজশাহী নগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মার চরে অবিরামভাবে নির্গত হচ্ছে গ্যাস। 
এক সপ্তাহ ধরে সেই গ্যাসে চা ও অন্যান্য খাবার বানিয়ে খাচ্ছেন নৌকার মাঝিসহ আশপাশের কৌতূহলী মানুষ। 
তবে বিশেষজ্ঞরা বলেছেন, যে গ্যাসটি বের হচ্ছে তা বায়োজেনিক গ্যাস। 
দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে গ্যাস উদ্গিরণের পর থেকে রান্নার সুবিধার্থে মাঝিরা পাশাপাশি পাঁচটি লোহার পাইপও পুঁতেছেন। 
এর মধ্যে ইট দিয়ে একটি পাইপের চারপাশ ঘিরে চলছে রান্নার কাজ। 
বাকি চারটি পাইপের মুখ বন্ধ রাখা হচ্ছে। 
প্লাস্টিকের বোতল দিয়ে পাইপগুলো চিহ্নিত করেও রাখা হয়েছে। 
বিষয়টি দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের উৎসুক মানুষ। 
শুক্রবার সকালে সরজমিনে গিয়ে গ্যাস উদ্গিরণের দৃশ্য দেখা যায়। 
একটি পাইপের ওপর হাঁড়ি বসিয়ে সেখানে চা বানাচ্ছিলেন ওই এলাকার মাঝি রাজু আহমেদ। 
তিনি জানালেন, গত সপ্তাহ ধরেই তারা এখানে চা বানাচ্ছেন। 
নদী থেকে প্রথম গ্যাস উঠতে দেখেছিলেন নগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ। পেশায় তিনি মাঝি। 
পাশাপাশি পাইপলাইনের কাজও করেন। 
হারুন জানান, যে স্থান দিয়ে গ্যাস উঠছে সেখানে আগে সামান্য পানি ছিল। 
তিনি জানান, পানিতে প্রথমে তিনি কয়েকটি স্থান থেকে বুঁদবুঁদ উঠতে দেখেন। তখন তার নাকে গ্যাসেরও গন্ধ আসে। 
পরে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালালে দেখেন- সামান্য পানির ওপরেই জ্বলছে আগুন। 
হারুন জানান, গ্যাস ওঠার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বাড়ি থেকে তিন-চার ফুট লম্বা পাঁচটি লোহার পাইপ নিয়ে যান। 
সেগুলো বুঁদবুঁদ ওঠা স্থানগুলোতে পুঁতে দেন। 
এরপর ইট ঘিরে বানিয়ে ফেলেন চুলা। 
চুলাগুলোর একটিতে এখন বেশ কয়েকজন মাঝি রান্না করছেন।
 রায়হান আলী নামে আরেক মাঝি জানান, গ্যাস সবসময়ই উঠছে। 
তবে কখনও বেশি, কখনও কম। 
তিনি আরও জানান, অন্য চারটি পাইপের মুখ বন্ধ রেখে শুধু একটিতে আগুন জ্বালিয়ে রান্না করলে সময় কম লাগছে। 
মাঝিরা জানান, সকালে খুব শীত পড়লে তারা গ্যাসে আগুন জ্বালিয়ে শরীরও গরম করছেন। আশপাশের লোকজন তা দেখতে আসছেন। 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব ও খনিজবিদ্যা বিভাগের প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার বলছেন, নদীপাড়ের এই গ্যাসের অর্থনৈতিক কোন ভিত্তি নেই। 
এর মজুদ খুব কম। 
কয়েকদিনের মধ্যেই তা শেষ হয়ে যাবে। 
তবে এক সঙ্গে অতিরিক্ত গ্যাস বের হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 
প্রফেসর গোলাম সাত্তার জানান, এ ধরনের গ্যাসকে বলা হয় ‘বোগ’ গ্যাস। 
দীর্ঘদিন ধরে জলাশয়ের তলদেশে জমে থাকা শামুক, গাছের পাতা ও কাঠের গুঁড়ি পচে এই গ্যাস তৈরি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দিবে অস্ট্রেলিয়া
সিঙ্গাপুরে সিম লিম স্কয়ারে অবৈধ স্ট্রিমিং ডিভাইস বিক্রির দায়ে দোকান মালিক দোষী সাব্যস্ত
Best Fragrances to Attract Women: Scents That Draw Her Closer
NFC Door Locks: How Mobile Phones Are Revolutionizing Home & Office Security
ফিতরার হার ও প্রবাসীদের ফিতরা আদায়ের সঠিক নিয়ম
How to add page post with photo and title in blogspot
Samsung Galaxy S25 Ultra: The Ultimate Flagship Smartphone
বাংলাদেশে নারী নিপীড়ন ও হয়রানির শাস্তি: কী বলছে আইন?
Eid Mubarak 31-3-2025 Singapore
Workplace Safety and Health (WSH) Rules for Working with Machines in Singapore
মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
সিঙ্গাপুর বুন-লে বাস ইন্টারচেঞ্জে যাত্রীর হামলায় বাসচালক হাসপাতালে
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
২৯ মার্চ ২০২৫ তারিখে একটি আংশিক সূর্যগ্রহণ ঘটবে।
মোবাইল অতিরিক্ত স্ক্রলিং আমাদের মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে এবং কীভাবে এড়ানো যায়?
পেট কমানোর উপায়
টনসিল কেন হয়? চিকিৎসা ও প্রতিকার
মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক
Fall Prevention Plan Complete Guide
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
রমজান মাসে কর্মস্থলে কাজ করা এবং সুস্থভাবে রোজা পালন করার পরামর্শ
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম
Complete Guide to Becoming a Licensed Electrical Worker (LEW) in Singapore
Effective Toolbox Talk: 6 Key Steps for Workplace Safety
কনাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ট্রাম্পের কঠোর সমালোচনা
How to prevent visitors display light off when they browse website
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায়
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
How to show blogspot post randomly in your gadget or website
Construction Sector: Common English Words and Their Bangla Translations
$৩০৬ মিলিয়ন বিটকয়েন চুরির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক, ক্লাবে এক রাতে খরচ করতেন $৬৬৫,০০০, কিনেছেন ৩০টির বেশি বিলাসবহুল গাড়ি
সিঙ্গাপুরে ট্রেইনিং রেকর্ড এবং সার্টিফিকেট চেক করার বিস্তারিত গাইড
Thedaily71 Whatsapp Group
সিঙ্গাপুরের বুন লেয়ে ফ্ল্যাটে তরুণের মৃতদেহ উদ্ধার, ৫৮ বছর বয়সী ব্যক্তি আটক
সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
কখন বুঝবেন আপনাকে কৃমির ওষুধ খেতে হবে?
সিঙ্গাপুর মার্চের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত তৃতীয় মৌসুমি বায়ু প্রবাহ Monsoon Surge
বাংলাদেশ হাই কমিশনে ই-পাসপোর্ট আবেদন: সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশিকা
রয়্যাল এনফিল্ড: এক শতাব্দীর ঐতিহ্য ও বাইকপ্রেমীদের ভালোবাসার নাম