Recent post

শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

একদিনের বিশ্বের শীর্ষ ধনী

মাত্র একদিনের জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বিল গেটসকে হারিয়ে শীর্ষ ধনী হলেও বোজেস সে জায়গা একদিনের বেশি ধরে রাখতে পারেননি। ২৭ জুলাই পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের দাম ২.৫ শতাংশ বাড়ার প্রভাবে বেজোসের মোট সম্পদমূল্য বিল গেটসকে ছাড়িয়ে যায়। কিন্তু একদিনের মাথায়ই অ্যামাজনের দরপতনের পর আগের অবস্থানে ফিরে যান বিল গেটস ও জেফ বেজোস উভয়ই।


ফোর্বস সাময়িকীর হিসাব মতে, বৃহস্পতিবার শেয়ারবাজারে অ্যামাজনের দাম বাড়ার পর বেজোসের মোট সম্পদমূল্য দাঁড়ায় ৯১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিল গেটসের চেয়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি। অ্যামাজন জেফ বেজোসের ব্যবসায়িক সাম্রাজ্য তবে এখনও বেজোসের যে সম্পদ, তাতে বিল গেটসের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন তিনি। 
ধারণা করা হচ্ছে, বিল গেটসকে হটিয়ে তিনিই হতে যাচ্ছেন পরবর্তী শীর্ষ ধনী। 
৫৩ বছর বয়সী বেজোসের মালিকানায় রয়েছে অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ার। অনলাইন কেনাকাটার প্লাটফর্ম এই কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 
১৯৯৪ সালে বই বিক্রি দিয়ে ব্যবসা শুরু করেন ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে আসা বেজোস। এরপর বহু বছর ধরে ধারাবাহিক আগ্রাসী ব্যবসায়ী কর্মকাণ্ডের মাধ্যমে অ্যামাজনকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:

Popular Posts