ঘরে ফুলদানীতে সাজানো ফুল বেশিদিন তাজা রাখার জন্য একটু বাড়তি যত্ন নেয়া দরকার।
যত্ন নেয়ার কিছু সহজ পদ্ধতি উল্লেখ করছি--
১। চিনি :
১ লিটার হালকা গরম পানিতে ৪৫ মিলিলিটার চিনি গুলিয়ে তাতে ফুল সাজিয়ে দিন। এভাবে ৫-৭ দিন তাজা থাকবে।
২। মাউথ ওয়াশ :
২। মাউথ ওয়াশ :
১ কাপ মাউথ ওয়াশ ফুল রাখার জন্য ব্যবহৃত পানিতে যোগ করুন। কলি ফুল গুলো ৩-৪ দিন পর থেকেই ফুটতে শুরু করবে।
৩। তামার মুদ্রা :
প্রাকৃতিক ভাবে তামা ব্যাকটেরিয়া নাশক। পুরোন তামার পয়সা সংগ্রহ করে ফুলদানীতে ফেলে রাখুন। সাত দিনেও ফুল ঝরে পড়বে না।
৪। ভিনেগার :
৪। ভিনেগার :
ভিনেগার বা সিরকা ফুলকে তাজা রাখে। দুই টেবিল চামচ চিনির সাথে দুই টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগারের মিশ্রণ ফুলদানির পানিতে যোগ করে দিন।
৫। ব্লিচ :
৫। ব্লিচ :
১ লিটার পানি আর ১/৪ টেবিল চামচ ব্লিচের মিশ্র্ণ ফুলকে এক সপ্তাহ অবধি সোজা রাখতে পারে।
৬। এসপিরিন ট্যাবলেট :
৬। এসপিরিন ট্যাবলেট :
একটি এসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে ফুলদানীর পানিতে মিশিয়ে দিন। ফুল তাজা থাকবে।
৭। পরিষ্কার পানি :
৭। পরিষ্কার পানি :
প্রতিদিন পানি বদলে দিলে দীর্ঘ সময় ফুল তাজা থাকে। ফুলের জন্য কুসুম গরম পানি বেশ উপকারী।
৮। সোডা :
৮। সোডা :
ফুলদানির পানিতে ২ টেবিলচামচ সোডা মিশিয়ে দিতে পারেন। ফুল দীর্ঘদিন টাটকা থাকবে এবং বাতাসে সুবাস ছড়িয়ে যাবে।
৯। হেয়ার স্প্রে :
৯। হেয়ার স্প্রে :
প্রতিদিন রাতে ফুলগুলোর উপরে হেয়ার স্প্রে করুন এবং ফুলগুলোকে সতেজ রাখুন।
১০। ছুরি এবং কাচি :
১০। ছুরি এবং কাচি :
পানিতে রাখার আগে সরু ছুরি দিয়ে ফুলের ডাটাগুলো হেলানো বা ঢালু ভাবে ছেঁটে ফেলুন। তাজা ভাব হারিয়েছে এমন পাঁপড়ি, পাতা ছেটে ফেলুন। ফুলগুলো উত্তাপ ও ফল থেকে দূরে রাখুন। যে পাতাগুলো পানিতে ডোবার সম্ভাবনা আছে সেগুলো ফেলে দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন