মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্যরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে আইনজীবীরা জানান, ধর্ষণের শিকার শিশুটির ন্যায়বিচার নিশ্চিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাঁচ সদস্যের একটি আইন সহায়তা টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া হবে না।
0 মন্তব্যসমূহ