সিঙ্গাপুরে লরিতে শ্রমিক পরিবহন নিষিদ্ধের দাবি

 


বিদেশি শ্রমিক পরিবহনের জন্য লরির ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে হোম

সিঙ্গাপুর: বিদেশি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ইকোনমিক্স (হোম) সরকারকে শ্রমিকদের লরিতে পরিবহনের অনিরাপদ অভ্যাস নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।

১৯ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে, হোম সরকারকে পরামর্শ দিয়েছে যে, কোম্পানিগুলোকে লরির পরিবর্তে নিরাপদ পরিবহন ব্যবস্থায় স্থানান্তর করতে ১২ মাসের ভর্তুকি প্রদান করা উচিত। এই ভর্তুকি নিষেধাজ্ঞার কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই চালু হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে কমে আসবে।

যেসব কোম্পানি আগেভাগেই বাসের মাধ্যমে শ্রমিকদের পরিবহন শুরু করবে, তারা তাৎক্ষণিকভাবে এই ভর্তুকি পেতে পারে। সেই সঙ্গে আগাম গ্রহণকারীদের জন্য এককালীন অনুদান দেওয়ার সুপারিশ করেছে হোম।

ধাপে ধাপে নিষেধাজ্ঞার প্রস্তাব

হোমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সরকার পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারে। এতে কোম্পানিগুলোকে নতুন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সময় দেওয়া হবে।

এছাড়াও, বাস ও চালকের ঘাটতি দূর করতে বেশ কিছু পরিকল্পনার প্রস্তাব দিয়েছে হোম। এর পাশাপাশি, লরিতে শ্রমিক পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান নিরাপত্তা বিধিনিষেধ আরও কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

লরিতে শ্রমিক পরিবহন নিষিদ্ধের দাবি

বর্তমানে সিঙ্গাপুরের সড়ক পরিবহন আইনে নির্দিষ্ট কিছু শর্তে লরির পেছনে শ্রমিক পরিবহন করা বৈধ। কিন্তু হোম মনে করে, এই নিয়মটি পরিবর্তন করা উচিত যাতে সকল যাত্রী একই নিরাপত্তা নিয়মের আওতায় আসে

সংগঠনটি বলছে, লরিতে শ্রমিক পরিবহন একটি অন্তর্নিহিতভাবে অনিরাপদ পদ্ধতি এবং এটি নিষিদ্ধ করা উচিত।

হোমের প্রস্তাব অনুযায়ী,

  • বড় কোম্পানিগুলোকে ১৮ মাসের মধ্যে,
  • ছোট ব্যবসাগুলোকে ৩৬ মাসের মধ্যে লরির পরিবর্তে নিরাপদ পরিবহনে যেতে হবে।

এতে সরকারও বাস ও চালকের ঘাটতি মোকাবিলা করার জন্য যথেষ্ট সময় পাবে এবং নতুন নিষেধাজ্ঞার ফলে ব্যবসার উপর সম্ভাব্য আর্থিক চাপ হ্রাস করা সম্ভব হবে।

সরকারের অবস্থান

গত ফেব্রুয়ারিতে সিনিয়র মন্ত্রী অ্যামি খর সংসদে বলেন, "লরির মাধ্যমে শ্রমিক পরিবহন নিষিদ্ধ করা বাস্তবসম্মত বা কার্যকর হবে না।"

তিনি উল্লেখ করেন যে, অনেক ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠান বাধ্য হয়ে বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বহু কর্মী তাদের চাকরি হারাতে পারে

এছাড়াও,

  • HDB (আবাসন প্রকল্প), স্কুল, হাসপাতাল, MRT লাইন নির্মাণ প্রকল্পের বিলম্ব হতে পারে
  • সাধারণ জনগণের জন্য নির্মাণ খরচ বেড়ে যাবে

সরকার বর্তমানে বিকল্প পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করছে, যেমন—কর্মীদের থাকার জন্য নির্মাণ সাইটের কাছাকাছি ডরমিটরি তৈরি করা।

বাসের অভাব ও চালকের সংকট মোকাবিলার প্রস্তাব

হোমের মতে, সরকার পুরাতন পাবলিক বাসগুলোকে শ্রমিক পরিবহনের জন্য ব্যবহার করতে পারে

  • সরকারি বাসগুলোর মেয়াদ ১৭ বছর এবং
  • বেসরকারি বাসগুলোর মেয়াদ ২০ বছর

ফলে ১৭ বছর মেয়াদি সরকারি বাসগুলো তিন বছর পর্যন্ত নিরাপদে ব্যবহার করা সম্ভব

এছাড়া, বিদেশি বাস চালকদের জন্য কোটা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

হোম দাবি করেছে, মাইগ্রেন্ট শ্রমিকদের মধ্যে অনেকেই বাস চালক হিসেবে প্রশিক্ষণ নিতে আগ্রহী, কারণ এতে তাদের বেতনের হার তুলনামূলকভাবে বেশি হবে।

হোমের গবেষণা ও অ্যাডভোকেসি ম্যানেজার জয়া অনিল কুমার বলেন, "বাস বা চালকের ঘাটতি কাটিয়ে ওঠা খুব কঠিন কোনো বিষয় নয়।"

নিরাপত্তা আইন আরও কঠোর করার সুপারিশ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তা আইন কঠোরভাবে কার্যকর করা উচিত, যেমন—

  • লরিতে অতিরিক্ত শ্রমিক তোলা নিষিদ্ধ করা,
  • স্পিড লিমিটার স্থাপন বাধ্যতামূলক করা

বিশেষজ্ঞদের মতামত

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোশ্যাল সায়েন্সেসের অর্থনীতিবিদ ওয়াল্টার থিসেরা বলেন, সরকার চাইলে নির্মাণ প্রকল্পের দরপত্রে নিরাপদ পরিবহনের শর্ত অন্তর্ভুক্ত করতে পারে

তিনি আরও বলেন, "উন্নত দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনে সাধারণত মানুষ পরিবহন করা হয় না। তবে কম উন্নত দেশগুলোতে এটি একটি অর্থনৈতিক বাস্তবতা। কিন্তু সিঙ্গাপুরের মতো দেশে নিরাপদ বিকল্প বিদ্যমান।"

উপসংহার

হোম এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর দাবি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক ও সামাজিক দায়িত্ব। অতিরিক্ত খরচের কারণ দেখিয়ে একটি ঝুঁকিপূর্ণ পরিবহন ব্যবস্থাকে চালু রাখা উচিত নয়

সরকার যদি লরির বিকল্প ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের সহায়তা করে, তবে এটি দীর্ঘমেয়াদে শ্রমিকদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে


2000
1
94
2001
2
115
2002
1
100
2003
5
92
2004
0
87
2005
2
67
2006
5
76
2007
2
184
2008
5
210
2009
8
472
2010
9
589
2011
14
486
2012
9
526
2013
9
586
2014
6
520
2015
7
514
2016
2
493
2017
5
497
2018
1
500
2019
2
416
2020
3
227
2021
4
345
2022
6
351
2023
1
449
2024
5
409

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

কনাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ট্রাম্পের কঠোর সমালোচনা
NFC Door Locks: How Mobile Phones Are Revolutionizing Home & Office Security
সিঙ্গাপুর বুন-লে বাস ইন্টারচেঞ্জে যাত্রীর হামলায় বাসচালক হাসপাতালে
সিঙ্গাপুরে অভিবাসন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে চীনা নাগরিকের তিন সপ্তাহের কারাদণ্ড
How to show blogspot post randomly in your gadget or website
Thedaily71 Whatsapp Group
Samsung Galaxy S25 Ultra: The Ultimate Flagship Smartphone
সিঙ্গাপুরে সিম লিম স্কয়ারে অবৈধ স্ট্রিমিং ডিভাইস বিক্রির দায়ে দোকান মালিক দোষী সাব্যস্ত
Singapore Zakat Fitrah Rates for Ramadan 1446H/2025 Announced by MUIS
শরীরে হঠাৎ মৃত্যু কেন ঘটে? Suddenly death
সিঙ্গাপুর: মাদক অভিযানে প্রায় ৭ কেজি গাঁজা জব্দ, ২৬ বছর বয়সী যুবক গ্রেফতার
Workplace Literacy and Numeracy (WPLN) কিভাবে করবেন
ট্রাম্পের নতুন অভিবাসন নীতি: এশিয়ার আরও দুই দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ
$৩০৬ মিলিয়ন বিটকয়েন চুরির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক, ক্লাবে এক রাতে খরচ করতেন $৬৬৫,০০০, কিনেছেন ৩০টির বেশি বিলাসবহুল গাড়ি
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
পুরুষ ও মেয়েদের জন্য পাকা তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হলো
প্রবাসী প্যাক – প্রিপেইড সিম ব্যবহারকারীদের জন্য
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০০
Singapore Standard Traffic management plan for Forklift operation
Best Fragrances to Attract Women: Scents That Draw Her Closer
সালমান খান এর "সিকান্দার" ব্লকবাস্টার ঈদ ২০২৫ মুক্তির জন্য প্রস্তুত: এখন পর্যন্ত যা জানা গেছে
বাংলাদেশ হাই কমিশনে ই-পাসপোর্ট আবেদন: সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশিকা
পেট কমানোর উপায়
চোখের চশমার পাওয়ার কখন পরিবর্তন করতে হবে? বা কখন নতুন চশমা নেবেন?
Toolbox talk topic relevant to the Singapore construction sector:
How to add page post with photo and title in blogspot
মুখে দুর্গন্ধ এবং অতিরিক্ত লালা পড়া: কারণ, প্রতিকার ও চিকিৎসা
সিঙ্গাপুরে MRT Train এর ভেতরে মূত্রত্যাগের ঘটনায় ব্যক্তি কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি
সিঙ্গাপুর রেড ক্রস মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প দুর্গতদের জন্য $150,000 সহায়তা প্রদান করেছে
সিঙ্গাপুর কাস্টমসের কঠোর নজরদারি: অপরাধীদের জন্য কঠোর শাস্তি
Complete Guide to Becoming a Licensed Electrical Worker (LEW) in Singapore
রমজান মাসে কর্মস্থলে কাজ করা এবং সুস্থভাবে রোজা পালন করার পরামর্শ
সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
কিডনি ও হার্ট ভালো রাখতে কী খাওয়া উচিত?
A 65-year-old cyclist died, truck driver has been arrested
সিঙ্গাপুরের রোড সেইফটি: একটি উন্নত ব্যবস্থার মডেল
How to prevent visitors display light off when they browse website
সিঙ্গাপুরে ব্যাপক প্রতারণা বিরোধী অভিযানে ২৫ জন গ্রেপ্তার, ৬৫ জন তদন্তের আওতায়
টনসিল কেন হয়? চিকিৎসা ও প্রতিকার