জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম

 



জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা সফরে এসে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। শুক্রবার (১৫ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থন জানান।

বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ডিসেম্বরে অথবা ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ নিয়ে একমত হয়, তাহলে নির্বাচন ডিসেম্বরে হবে। তবে, ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ গ্রহণ করা হলে, তা ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ১০টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। দলগুলো একমত হলে, তারা একটি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে, যা গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা ব্যবস্থার সংস্কারের রূপরেখা হিসেবে কাজ করবে।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রশংসা করে বলেন, "আমরা আপনাদের প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি। সংস্কার কর্মসূচির সফলতা কামনা করছি এবং যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে জানাতে বলছি।"

রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। গুতেরেস বলেন, কক্সবাজারে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা কমে যাওয়ায় তিনি গভীর উদ্বিগ্ন। তিনি মন্তব্য করেন, "পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার জনগোষ্ঠী আমি আর দেখিনি।"

অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘের সহযোগিতা চান। পাশাপাশি, যতদিন তারা বাংলাদেশে থাকছে, ততদিন যেন পর্যাপ্ত খাদ্য ও সহায়তা নিশ্চিত করা যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন।

অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক

অর্থনৈতিক বিষয়ে অধ্যাপক ইউনূস জানান, তার সরকার ভঙ্গুর ব্যাংকিং খাত, সংকুচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ নানা আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে, সাম্প্রতিক সময়ে রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং অর্থনীতি স্থিতিশীলতার পথে রয়েছে।

এছাড়া, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা জোট (সার্ক) পুনরুজ্জীবিত করার পাশাপাশি, বাংলাদেশকে আসিয়ানের সদস্য করার পরিকল্পনার কথাও জানান তিনি।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদানের প্রশংসা করেন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দ্যাডেইলি৭১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

BCSS Hazard & Control Measure Question and answer
Toolbox talk topic relevant to the Singapore construction sector:
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রবাসীদের হার্ট অ্যাটাকের ঝুঁকিঃ কারণ ও প্রতিকার
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ইতিহাস
শিশুদের কী খাওয়ালে সহজে সর্দি-জ্বর হবে না?
সিঙ্গাপুরের বুন লেয়ে ফ্ল্যাটে তরুণের মৃতদেহ উদ্ধার, ৫৮ বছর বয়সী ব্যক্তি আটক
Effective Toolbox Talk: 6 Key Steps for Workplace Safety
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায়
Daily inspection checklist for boom lifts and scissor lifts sample
Microsoft office word key shortcut in Bangla
Key Management Plan for Excavator on Construction Site in Singapore
মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
কখন বুঝবেন আপনাকে কৃমির ওষুধ খেতে হবে?
জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম
রমজান মাসে কর্মস্থলে কাজ করা এবং সুস্থভাবে রোজা পালন করার পরামর্শ
সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
Eid Mubarak 31-3-2025 Singapore
সিঙ্গাপুর রেড ক্রস মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প দুর্গতদের জন্য $150,000 সহায়তা প্রদান করেছে
সিঙ্গাপুরে ট্রেইনিং রেকর্ড এবং সার্টিফিকেট চেক করার বিস্তারিত গাইড
সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
Complete Guide to Submitting an iReport for an Accident in Singapore
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং: মোবাইল অ্যাপের মাধ্যমে নমিনি নির্ধারণ
সিঙ্গাপুরে MRT Train এর ভেতরে মূত্রত্যাগের ঘটনায় ব্যক্তি কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি
$৩০৬ মিলিয়ন বিটকয়েন চুরির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক, ক্লাবে এক রাতে খরচ করতেন $৬৬৫,০০০, কিনেছেন ৩০টির বেশি বিলাসবহুল গাড়ি
ট্রাম্পের নতুন অভিবাসন নীতি: এশিয়ার আরও দুই দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ
Singapore Standard Traffic management plan for Forklift operation
সিঙ্গাপুর মার্চের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত তৃতীয় মৌসুমি বায়ু প্রবাহ Monsoon Surge
সিঙ্গাপুর বুন-লে বাস ইন্টারচেঞ্জে যাত্রীর হামলায় বাসচালক হাসপাতালে
সিদ্ধ সিমের বিচি খেলে কি উপকার হবে?
মোবাইল অতিরিক্ত স্ক্রলিং আমাদের মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে এবং কীভাবে এড়ানো যায়?
শরীরে হঠাৎ মৃত্যু কেন ঘটে? Suddenly death
Singapore Scraps Migrant Worker Tenure Limits, Expands Foreign Worker Options
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন চালু করলো পুলিশ
How to add page post with photo and title in blogspot
সিঙ্গাপুরে ভবন থেকে ২৭ মিটার লম্বা স্থাপত্য কাঠামো পড়ে, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মী
সালমান খান এর "সিকান্দার" ব্লকবাস্টার ঈদ ২০২৫ মুক্তির জন্য প্রস্তুত: এখন পর্যন্ত যা জানা গেছে