Recent post

নতুন আপডেট

শনিবার, ২৫ জুন, ২০২২

ফেনীতে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় আটক ২ জন

 ফেনী প্রতিনিধিঃ 

ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জায়লস্করে মিফতাহুল জান্নাত অপ্রা (৫) নামে ২য় শ্রেণির এক ছাত্রীকে পাষবিক নির্যাতনের পর ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার (২৫ জুন) উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে এ পাশবিক ঘটনাটি ঘটে। নিহত ওই শিশু স্থানীয় বক্সআলী ভূঁইয়া বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।

 শিশুর পরিবারের সদস্যারা জানান, আমাদের বাড়ীর পাশেই বিদ্যালয়। সকালে বিদ্যালযে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। 

এর পরে অনেক খোজাখুজির পর দুপুরের দিকে বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের ঝোঁপের ভেতর কে বা কাহারা শিশুটি ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। 

পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

নিহত শিশুটির নাম অপ্রা (৬)। সে দক্ষিণ নেয়াজপুর গ্রামের ওসমান গনির মেয়ে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এ ঘটনায় সন্দেহ ভাজন দুই যুবককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ। 

দাগনভূঁইয়া থানার ওসি হাসান ইমাম জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts