যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা।
''আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সাথে আমরা নেটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করবো,'' টুইটারে লিখেছেন প্রেসিডেন্ট বাইডেন।
''কিন্তু ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না।
নেটো এবং রাশিয়ার মধ্যে একটি সরাসরি সংঘাত মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা,'' তিনি বলেছেন।
জো বাইডেন এর আগেও অনেকবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই।
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঘনিষ্ঠদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে আসছে বাইডেন প্রশাসন।
রাশিয়া-ইউক্রেনের আরও কিছু সর্বশেষ
- বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে তার দেশ মধ্যস্থতা করতে পারে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বুলগেরিয়া শান্তি আলোচনার ব্যবস্থা করতে পারে।
- মারিউপোল থেকে বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিতে শনিবার আরেক দফা উদ্যোগ নেয়া হবে। এর আগে শহরটি থেকে প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
- জাতিসংঘে কোনরকম তথ্যপ্রমাণ ছাড়াই রাশিয়া দাবি করেছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র চালানো হয়েছে। তবে জাতিসংঘ বলেছে, এরকম কোন প্রমাণ তারা পায়নি।
- ইউক্রেন আশঙ্কা করছে, খুব শীঘ্রই রাশিয়ার আগ্রাসনে যোগ দিতে পারে বেলারুশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন