Recent post

বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

যদি বাচ্চা নিতে না চান অনিরাপদ সময়টাতে মিলিত হতে যাবেন না



পিরিয়ড শুরুর ৭ দিন আগে থেকে শুরুর পরের ৭ দিন–এই ১৪ দিন সবচেয়ে বেশি নিরাপদ। 
এর আগে বা পরের কয়েকটা দিনও নিরাপদের মধ্যে পড়ে, তবে রিস্ক একটু একটু করে বাড়তে থাকে। সবচেয়ে বেশি অনিরাপদ সময় হলো ১৩তম থেকে ১৭তম দিন পর্যন্ত। 
তবে যারা বাচ্চা নিতে চান, তাদের জন্যে এই সময়টা সবচেয়ে ভালো।

আর যারা শারীরিক মিলনে অজ্ঞ, বা নতুন, এখনো যথেষ্ট অভিজ্ঞতা হয় নাই, 
যদি বাচ্চা নিতে না চান, 
তাহলে সবসময় একজন বা উভয়েই প্রোটেকশন ব্যবহার করবেন। 
আর ওই বাকি অনিরাপদ সময়টাতে একেবারে অফ থাকবেন। 
এমনকি প্রোটেকশন নিয়েও ওই সময় মিলিত হতে যাবেন না।

মিলিত হওয়ার পরে বাচ্চা এসে গেলো কি না–এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে এটাই সবচেয়ে ভালো উপায়।

আর যাদের বয়স কম, প্রথম প্রথম মিলিত হলে, বা অনিয়মিত ভাবে মিলিত হলে পরে পিরিয়ড মাঝে মাঝে অনিয়মিত হতে পারে। 
এটা হওয়ার অন্যতম প্রধান কারণ দুশ্চিন্তা। 
যারা নিয়মিত ঘুমায়, সময় মতো খায়, প্রতিদিন একটু হলেও শারীরিক পরিশ্রম করে, তাদের দুশ্চিন্তা কম হয়, পিরিয়ডও নিয়মিত হয়।

তাই লাইফস্টাইল ঠিক রাখুন। 
শারীরিক ও মানসিক ভাবে ভালো থাকুন। তাহলেই সব ঠিক।

কোন মন্তব্য নেই:

Popular Posts