Recent post

Search

বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

To incrage speed for computer Disk De-fragment কম্পিউটারের গতি বাড়াতে ডিস্ক ডিফ্রাগমেনটেশন

কম্পিউটারের গতি বাড়াতে চাইলে ডিস্ক ডিফ্রাগমেনটেশন করতে পারেন। ডিফ্রাগমেনটেশন এমন একটি বৈশিষ্ট্য, যা আপনার কম্পিউটারের অগোছালো ফাইলগুলোকে একত্র করে কম্পিউটারের গতি বাড়াতে সাহায্য করে। যখন হার্ডডিস্ক ড্রাইভে কোনো তথ্য বারবার সংরক্ষণ করা হয়, তখন তথ্যগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে আপনার ড্রাইভের বিভিন্ন অংশে জমা হয়। এতে সেই বিচ্ছিন্ন ফাইলগুলোকে খুঁজে বের করে কাজ করাতে প্রসেসরের বেশি সময় লাগে। কিন্তু ডিফ্রাগমেনটেশন সুবিধাটি আপনার ছোট ছোট তথ্যগুলোর মাঝের ফাঁকা অংশগুলো দূর করে এবং সব তথ্য একত্র করে হার্ডডিস্কের মাঝামাঝি জায়গায় নিয়ে আসে। এতে আপনার হার্ডডিস্ক অনেক দ্রুত কাজ করে এবং আপনার কম্পিউটারের গতি বাড়ায়। এতে কম্পিউটার চালু করতে সময় কম লাগে। এই কাজটি প্রতি মাসে অন্তত একবার করা উচিত এতে আপনার কম্পিউটারের কার্যক্ষমতা বাড়বে।
উইন্ডোজ সাতে কাজটি যেভাবে করবেন: প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে All Programs নির্বাচন করুন। তারপর Accessories-এ ক্লিক করে System Tools থেকে Disk Defragmenter নির্বাচন করুন। এরপর ডিস্ক ডিফ্রাগমেনটার উইন্ডো এলে যেকোনো একটি ড্রাইভ নির্বাচন করে Analyze disk বাটনে ক্লিক করুন। এরপর De-fragment disk বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। কাজটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এটা নির্ভর করে হার্ডডিস্কের জায়গার ওপর। আপনি তখনই ডিফ্রাগমেনটেশন করবেন, যখন আপনার নির্দিষ্ট কোনো ড্রাইভ ১০ শতাংশের ওপরে ফ্রাগমেন্টেড অবস্থায় থাকবে।
উইন্ডোজ ৮, ৮.১ ও ১০: উইন্ডোজ ৮, ৮.১ ও ১০ অপারেটিং সিস্টেমে ডিফ্রাগমেনটেশন সুবিধাটি পেছনে স্বয়ংক্রিয়ভাবে কাজে করে। তাই এই পদ্ধতি অবলম্বন না করলেও চলবে। আপনি চাইলে কাজটি নিজে নিজে করতে পারেন। প্রথমে Windows key + Q চেপে সার্চে ঢুকুন। এরপর ওপরে ডান পাশে ফাঁকা ঘরে De-fragment লিখে সার্চ করলে De-fragment and optimize your drives দেখতে পাবেন। এখন এতে ক্লিক করুন। এরপর ডিস্ক ডিফ্রাগমেনটার উইন্ডো এলে যেকোনো একটি ড্রাইভ নির্বাচন করে Analyze disk-এ ক্লিক করুন। তারপর De-fragment disk বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। কাজটি সম্পূর্ণ হলে বেরিয়ে আসুন।

(Source Prothom alo.)

কোন মন্তব্য নেই:

Popular Posts