Recent post

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

তাবলীগ আবিস্কার করে স্বপ্নের মাধ্যমে



ইসলামী তাবলীগের প্রবক্তা হলেন হযরত মুহাম্মাদ (সাঃ)। ইসলামী তাবলীগ শুরু হয়েছে হেরা গুহা হতে। 
কিন্তু বর্তমানে প্রচলিত যে তাবলীগ আমরা দেখতে পাই, তার উদ্ভাবক ও প্রবক্তা হলেন ভারতের মেওয়াত নামক স্থানের মাওলানা ইলিয়াছ।
 তার বাবা চিশতীয়া তরিকার অনুসারী ছিলেন।
কিছু বর্ণনা মতে মাওলানা ইলিয়াছের পিতা চিশতীয়া তরিকার একজন পীর ছিলেন।
 তাই পীরের ছেলে হিসেবে সবাই তাকে সম্মান করতো। 
পিতার ইন্তেকালের পরে তিনি নতুন দল তথা তাবলীগ জামাত আরম্ভ করতে থাকে।

১৯২৫ইং সালে (বাংলা ১৩৪৫) তাবলীগ জামাতের যাত্রা শুরু হয়।
 ভারতের উত্তর প্রদেশের মেওয়াত অঞ্চলের মাওলানা ইলিয়াছ এই তাবলীগ আবিস্কার করে স্বপ্নের মাধ্যমে। 
স্বয়ং মাওলানা ইলিয়াছ বলেন, “আজকাল খাবমে মুঝপর উলুমে সহীহাকা এলকা হোতা হায়”। অর্থাৎ আজকাল স্বপ্নে আমার উপর ওহী বা ঐশী বাণীর আগমণ ঘটেছে। 
যখন এই স্বপ্নে প্রাপ্ত তাবলীগ নিজ অঞ্চলে প্রচার করতে থাকে, তখন মেওয়াত অঞ্চলের আলেম-উলামা ও সাধারণ মানুষ ইহা প্রত্যাখ্যান করেন। 
মেওয়াত অঞ্চলের আলেমগণ বলেন, ইহা ইসলামের পরিপন্থী এবং ইসলাম বহির্ভূত কাজ, সে নবী দাবী করছে।

উত্তরে মাওলানা ইলিয়াছ বলেন, তোমরা আমার স্বপ্নের কথাটুকুই অন্তত বিশ্বাস কর। 
’উস তাবলীগ কা তরীকা ভি মুঝপর খাবমে মুনকাশিফ হুয়া” অর্থাৎ আমার কর্তৃক স্বপ্নযোগে একটি তাবলীগ ধারা উদঘাটিত ও বিকশিত হচ্ছে (মালফুজাত নং ৫০)। 
সেজন্য তিনি যাতে বেশী বেশী করে ঘুমাতে পারেন তার ব্যবস্থা করতে হবে (মালফুজাত নং ৫০)।

কোন মন্তব্য নেই:

Popular Posts