কিন্তু এ ক্ষেত্রে আমেরিকার সাফল্যের শংসাপত্র মেলার অনেক আগেই এই ওষুধের উৎপাদন শুরু করে দিল বাংলাদেশ! শুধু তাই নয়, বিশ্বের সমস্ত দেশকে চমকে দিয়ে শুক্রবার সকাল থেকেই ওষুধটি বাজারে ছাড়া শুরু করেছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
এসকেএফ-এর উৎপাদিত রেমডেসিভিরের বাণিজ্যিক নাম ‘রেমিভির’। ‘রেমিভির’ নামে রেমডেসিভিরের জেনেরিক ওষুধ তৈরির পেটেন্ট স্বত্ব পেয়ে গিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল।
এসকেএফ-এর উৎপাদিত রেমডেসিভিরের বাণিজ্যিক নাম ‘রেমিভির’। ‘রেমিভির’ নামে রেমডেসিভিরের জেনেরিক ওষুধ তৈরির পেটেন্ট স্বত্ব পেয়ে গিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল।
তার পরই দ্রুত উৎপাদন বাড়িয়ে ৮ মে থেকে বাংলাদেশের বাজারে ওষুধটি ছাড়া শুরু করেছে এই সংস্থা।
এসকেএফ ফার্মাসিউটিক্যালই হল বিশ্বের প্রথম জেনেরিক রেমডেসিভির উৎপাদনকারী সংস্থা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন